স্টাফ রিপোর্টার
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মুস্তাকুর রহমান জাহিদ বলেছেন, শিবির নেতাকর্মীদের হত্যা করে বিশ্ববিদ্যালয় থেকে শিবির নিশ্চিহ্ন করতে চেয়েছিল কিন্তু পারে নি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আসলাম হুসাইন এর ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
গতকাল বিকাল ৪ টার সময় শহীদ আসলাম হুসাইনের গ্রামের বাড়ি বুজিডাঙ্গা গ্রামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামি ছাত্র শিবিরের কালীগঞ্জ থানা শাখার সভাপতি ইশা খানের সভাপতি অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ঝিনাইদহ জেলা শিবিরের সভাপতি আরিফ হোসেন, জেলা সেক্রেটারী ওবাইদুর রহমান খান, জামায়াতে ইসলামী মনোনীত ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু তালিব,জামায়াতের ঝিনাইদহ জেলা তারবিয়াত সম্পাদক মাওলানা ওলিউর রহমান প্রমুখ।