লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রাক্তন লিও জেলা সভাপতিদের সংগঠন লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের আয়োজনে আগামী ২১ নভেম্বর, ২০২৫ শুক্রবার এক্স লিও রিইউনিয়ন চট্টগ্রাম আগ্রাবাদস্থ গ্রীণ শ্যাডো রেস্টুর্যান্ট এ অনুষ্ঠিত হবে ।
এই উপলক্ষে এক প্রস্তুতি সভা আগামীকাল বুধবার ১৯ নভেম্বর’২৫ চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রকৃতি হলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে ।
এক্স লিও রিইউনিয়নের চেয়ারম্যান লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট ও লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের সম্মানিত ক্যাবিনেট ট্রেজারার লায়ন গাজী মুহাম্মদ শহিদুল্লাহ এমজেএফ ও লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মুহাম্মদ কামরুল ইসলাম পারভেজ সকল পাস্ট লিওদের প্রস্তুতি সভায় অংশগ্রহনের জন্য অনুরোধ জানিয়েছেন ।