Friday, December 5, 2025
Google search engine
Homeজাতীয়লাকসাম মাদ্রাসা পরিচালককে মারধর ৩ শিক্ষার্থী বহিস্কার

লাকসাম মাদ্রাসা পরিচালককে মারধর ৩ শিক্ষার্থী বহিস্কার

মশিউর রহমান সেলিম, লাকসাম, কুমিল্লা

কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউপির রাজাপুর গ্রামে বুধবার সন্ধ্যায় সামান্য তুচ্ছ ঘটনা ঘিরে নাশাগ্রæপের পরিচালিত জামিয়া ইসলামিয়া মোহাম্মদীয়া মাদ্রাসার পরিচালক মাঈন উদ্দিন মজুমদার রাসেলকে মারধর করেছে ওই প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থী। এ নিয়ে নাটকীয় ভাবে ৩ জন শিক্ষার্থীকে তাৎক্ষনিক বহিষ্কার করেছে ওই মাদ্রাসা কর্তৃপক্ষ। এ ব্যাপারে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ওই মাদ্রসা সূত্রে জানা যায়, নাসা গ্রæপের মালিক নজরুল ইসলাম মজুমদার হেলালের ভাতিজা মাঈন উদ্দিন মজুমদার রাসেল পুরো রাজাপুর প্রজেক্টের ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে পরিচালনা পর্ষদের বিরোধ চলে আসছে। ঘটনার দিন সন্ধ্যার আগে ওই প্রতিষ্ঠানের কতিপয় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে তুমুল হট্টগোল শুরু হলে খবর পেয়ে মাদ্রাসার দায়িত্বরত পরিচালক মাঈন উদ্দিন মজুমদার রাসেল ঘঁটনাস্থলে পৌছা মাত্রই কতিপয় শিক্ষকের ইন্দনে বিক্ষোভরত শিক্ষার্থীদের একটি অংশ মাদ্রাসার পরিচালক মাঈন উদ্দিন মজুমদার রাসেলের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। তিনি বর্তমানে রাজাপুরস্থ নাসা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, ৫ আগষ্টের পর ওই মাদ্রাসার নিয়ন্ত্রন নিতে শিক্ষকদের একটি গ্রæপ নানান চক্রান্ত করে আসছে। ওই মাদ্রাসার পরিচালক মাঈন উদ্দিন মজুমদার রাসেলের সুদক্ষ নেতৃত্ব ও পরিচালনায় ওইসব চক্রান্ত ভেস্তে যায়। ফলে ঘটনার দিন একা পেয়ে পূর্ব পরিকল্পিত ভাবে তার উপর এ হামলা। এ ঘটনাকে ধামাচাপা দিতে কতিপয় শিক্ষক চক্র তাৎক্ষনিক এ হামলার সাথে জড়িত কিতাব বিভাগের ৩ শিক্ষার্থী হাফিজুর রহমান, সাইফুল্লাহ মানসুর ও রিয়াজউদ্দিনকে বহিস্কার করেন। এ হামলার ঘঁটনায় ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ কতিপয় অসাধু শিক্ষক জড়িত।

ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আলী আকবর মুঠোফোনে জানায়, সামান্য তুচ্ছ ঘটনা ঘিরে মাদ্রাসার পরিচালকের উপর হামলা অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং আমাদেরকে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় অফিসে ডেকেছেন।

এ হামলার স্বীকার গুরুতর আহত মাদ্রাসার পরিচালক মাঈন উদ্দিন মজুমদার রাসেল বলেন, এ মাদ্রাসার সকল কর্মকান্ড শিক্ষকদের একটি অংশ নিয়ন্ত্রন নিতে না পারায় পরিকল্পিত ভাবে আমার উপর এ হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে লাকসাম থানায় অভিযোগ হয়েছে বিধায় ব্যাপারটি এখন আইনগত বিষয় তাই বেশি কিছু বলা যাবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments