লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত প্রার্থী ড. সৈয়দ সরওয়ার উদ্দিন ছিদ্দিকী শনিবার সকালে পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে লাকসাম ষ্টেডিয়াম থেকে এক বিশাল হোন্ডা র্যালী বের করেছে। লাকসামের ইতিহাসে এত বড় মোটর সাইকেল র্যালী আর কোন দল বের করতে পারেনি।
জামায়াতের দলীয় সূত্র জানায়, পূর্বঘোষিত দলীয় কর্মসূচীর হোন্ডা র্যালীর জন্য শনিবার ভোর থেকে এ আসনের বিভিন্নস্থান থেকে শত শত মোটর সাইকেল লাকসাম ষ্টেডিয়ামে আসতে শুরু করে। সকাল ৯টার দিকে এ বিশাল হোন্ডা র্যালী বের হয়ে লাকসাম উপজেলার পূর্ব ইউপি (নরপাটি), আজগরা হয়ে মনোহরগঞ্জের খিলা, নাথেরপেটুয়া, বিপুলাসার, লক্ষনপুর, বাইশগাঁও, মৈশাতুয়া, ঝলম দক্ষিণ ইউপির বিভিন্ন অলিগলি-হাটবাজারের উপর দিয়ে আবারও লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ, মুদাফরগঞ্জ উত্তর ও বাকই ইউপি হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় লাকসাম ষ্টেডিয়ামে এসে শেষ হয়।
উল্লেখ্য এ বিশাল মোটর সাইকেল র্যালীটি দীর্ঘ ৩ কিলোমিটার পর্যন্ত মোটর সাইকেল সহ অন্যান্য গাড়ী মিলে প্রায় সাড়ে ৩ হাজার পরিবহন অংশ নেয়। এ র্যালীটি দু’উপজেলার এ আসনে জামায়াত প্রার্থী ড.এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী নেতৃত্ব দেন। এসময় র্যালি পূর্ব দলীয় বিশাল সমাবেশে ডঃ সরওয়ার ছিদ্দিকী বলেন, ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহর বিধান কায়েমে দাঁড়িপাল্লায় ভোট দিন। আজ দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইসলামের বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আল্লাহর আইন ও শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ও সু-বিচার এবং দেশ ও জাতির কল্যাণে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আপনাদের অধিকার রক্ষায় কাজ করার সুযোগ দিন।
এসময় কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ হামিদুর রহমান আজাদ, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা নূরুন্নবী, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদ উল্যাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবায়ের ফয়সালসহ জামায়াত, শিবিরসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


