Friday, December 5, 2025
Google search engine
Homeরাজনীতিকুমিল্লা-৯ আসনে শো-ডাউন দিয়ে শক্তির জানান দিয়েছেন বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা

কুমিল্লা-৯ আসনে শো-ডাউন দিয়ে শক্তির জানান দিয়েছেন বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা

মশিউর রহমান সেলিম. লাকসাম, কুমিল্লা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি কর্ণেল অবঃ আনোয়ারুল আজিমের কন্যা বিএনপি মনোনয়ন প্রত্যাশি, গন মানুষের নেত্রী সামিরা আজিম দোলা রবিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এ আসনের বিভিন্ন এলাকায় বিশাল মোটর সাইকেল সহ নানান যানবাহন নিয়ে এক বিশাল শো-ডাউনের মধ্য দিয়ে জনপ্রিয়তার শক্তি জানান দিয়েছে।

লাকসাম-মনোহরগঞ্জে তাদের প্রিয় নেত্রী সামিরা আজিম দোলা লাকসাম-মনোহরগঞ্জে আসার খবর পেয়ে এ আসনে চর্তূরদিক থেকে যে যেভাবে পেরেছে নানান যানবাহন নিয়ে ফয়েজগঞ্জ পেট্রোল পাম্প এলাকায় জড়ো হতে থাকে। নেত্রী আসার পর বিকাল ৪টা থেকে এক বিশাল মোটর সাইকেলসহ নানান যানবাহন নিয়ে বের হয়ে লাকসাম পৌরএলাকার বিভিন্ন ওয়ার্ড, উপজেলার উত্তরদা, আজগরা ইউপি হয়ে মনোহরগঞ্জের খিলা, নাথেরপেটুয়া, লক্ষণপুর, সরশপুর, বাইশগাঁও, মৈশাতুয়া, ঝলম দক্ষিন ইউপির বিভিন্ন অলিগলি-হাটবাজারের উপর দিয়ে নিজ বাড়ী শরিফপুরে পৌঁছেন।

উল্লেখ্য দীর্ঘ ২ কিঃ মিঃ জুড়ে এ বিশাল মোটর সাইকেল র‌্যালীটি এ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা নিজেই নেতৃত্ব দেন। র‌্যালী শেষে নিজ বাসভবনের পাশে মসজিদ মাঠে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জাতির কল্যাণে ধানের শীষে ভোট দিন। একটি দল বির্তকসৃষ্টি করে নির্বাচনকে বিলম্বিত করতে চায়। দলের ভিতরে ঐক্য নষ্ট হয় এমন কাজ করা যাবে না। বিএনপি সরকার গঠন করলে, এ অঞ্চলের সকল ক্ষেত্রে উন্নয়ন করা হবে। জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিএনপি ৩১ দফা কর্মসূচী ঘোষনা করেছে। এ দফাগুলোর মূল লক্ষ্যই হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাদেহীমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায় বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে। এ অঞ্চলের মানুষে পরিবর্তন চায়, তাদের আকাংখা পূরণে পরিবর্তন ও সংষ্কারের সকল রূপরেখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রসংষ্কারে ঘোষিত ৩১ দফা রয়েছে।

স্থানীয় বিএনপির দু’গ্রæপের ঐক্য কিংবা সমঝোতা নাখোচ করে সামিরা আজিম দোলা আরও বলেন, নভেম্বর ৯ তারিখ আমাকে হত্যার উদ্দেশ্যে লাকসামের ছনগাঁও এলাকায় গণসংযোগ করার সময় বিএনপির অপরগ্রæপের সন্ত্রাসীচক্র হামলা করা হয়। এরই প্রেক্ষিতে তদন্ত কমিটির নামে প্রহসন হয়েছে। কেন্দ্রীয় ও জেলা বিএনপির নির্দেশে দু’গ্রæপের সমঝোতা বৈঠকে গিয়েছিলাম কিন্তু এ শর্ত গোল টেবিলে হওয়ার কথা ছিল বিএনপির অপর গ্রæপ সেই শর্ত মানেনি। তারা ষড়যন্ত্র করেছিলেন। এখন সমঝোতা হবে রাজপথে। আপনারা হতাশ হবেন না। তারা সমঝোতার নামে একটা নাটক সাজিয়েছেন। আপনাদের ডাকেই আমি মাঠে নেমেছি। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। এখনো কোন ঐক্য হয়নি এবং মনোনয়ন চূড়ান্ত হয়নি। চূড়ান্ত মনোনয়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো।

এ সময় লাকসাম পৌর বিএনপি যুগ্ন আহবায়ক হাজী জসিম উদ্দিন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আমির হোসেন, বিএনপি নেতা চেয়ারম্যান আঃ হাই, মনিরুজ্জামান, ইসমাইল হোসেন, মাইন উদ্দীন, দিদার হোসেন, খাজা আহমেদ, চেয়ারম্যান শরিফ হোসেন, মঞ্জুরুল আলম বাচ্চু, কাজী মোশারফ হোসেন, জহিরুল ইসলাম, সুমন পাটোয়ারী, যুবদল নেতা জাহিদ হোসেন, খায়রুজ্জামান সাগর সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও সেচ্ছা সেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments