Wednesday, January 28, 2026
Google search engine
Homeরাজনীতিকক্সবাজার কলাতলীতে বিএসপি চেয়ারম্যান শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

কক্সবাজার কলাতলীতে বিএসপি চেয়ারম্যান শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

বিজয়ের চেতনায় আদর্শিক রাজনীতি শক্তিশালী করতে হবে কাউন্সিলে অধ্যক্ষ ইউনুস কাদেরী আহ্বায়ক ও হাফেজ মুহাম্মদ নূরুল আবছার ইমন সদস্য সচিব নির্বাচিত।

মহান বিজয় দিবসের চেতনায় দেশ ও জাতির কল্যাণে আদর্শিক ও সংগঠিত রাজনীতি আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি’র চেয়ারম্যান শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।

তিনি বলেন, বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার অনন্য স্মারক। এই বিজয়ের মূল চেতনাকে ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিকতার রাজনীতি প্রতিষ্ঠায় বিএসপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশকে একটি শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও নৈতিক রাষ্ট্রে রূপান্তরের জন্য ত্যাগী ও সুশৃঙ্খল সংগঠন গড়ে তোলার কোনো বিকল্প নেই।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারের কলাতলীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত মহান বিজয় দিবস শীর্ষক আলোচনা সভা ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি কক্সবাজার জেলা কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কক্সবাজার জেলা বিএসপির সভাপতি অধ্যক্ষ মাওলানা ইউনূস কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসপির অতিরিক্ত মহাসচিব শাহ্ মোহাম্মদ আসলাম হোসাইন, দলটির মুখপাত্র আজমাইন আসরার, উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ ওসমান আলী এবং চট্টগ্রাম জেলা বিএসপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দীন ভূঁইয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত কাউন্সিলে সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ মাওলানা ইউনূস কাদেরীকে আহ্বায়ক এবং হাফেজ মোহাম্মদ নূরুল আবছার ইমনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি কক্সবাজার জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হন ইমাম হোসাইন, শাহজাদা আবুল হাশেম শাহ্ ও মোহাম্মদ রহমত উল্লাহ্। যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পান হাফেজ মাওলানা মুহাম্মদ কেরামত আলী ও শিল্পী এফ এম জাকের হোছাইন।

সভায় বক্তারা বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments