জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নেতাকর্মীরা।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহির কাছ থেকে লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মতিন চেয়ারম্যান, সাবেক সহসভাপতি আবু বকর সিদ্দিক চেয়ারম্যান, সাবেক সদস্য সৈয়দ শাহাদাৎ হোসেন সামিরা আজিম দোলার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


