Wednesday, January 28, 2026
Google search engine
Homeজাতীয়লাকসামে নলকূপ ও অজুখানার নির্মাণ সামগ্রী বিতরণ করলো বেসরকারি উন্নয়ন সংস্থা ...

লাকসামে নলকূপ ও অজুখানার নির্মাণ সামগ্রী বিতরণ করলো বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ছওয়াব’

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার লাকসাম উপজেলার প্রত্যন্ত এলাকার ২০টি মসজিদ ও মাদরাসায় নলকূপসহ অজুখানা নির্মাণ সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ছওয়াব’।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার লাকসাম শান্তা টাওয়ার (সুরক্ষা হাসপাতালের পাশে) মাঠে পানির ট্যাংকি, মটর পাম্প ও নলকূপসহ অন্যান্য সামগ্রীগুলো মাদরাসা ও মসজিদ কমিটির দায়িত্বপ্রাপ্তদের বুঝিয়ে দেয়া হয়।

ছওয়াবের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রোগ্রাম মোঃ মামুদ ভূঁইয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারি ছওয়াবের এই মহৎ উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বলেন, লাকসাম উপজেলায় নিম্নআয়ের অনেক মানুষের বসবাস। তাই এখানে নলকূপ ও মানবিক সহায়তাগুলো আরো বেশি করে দেয়ার জন্য ছওয়াবের প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা এশিয়ান ইউনিভার্সিটির প্রভাষক ডক্টর রাশেদুল আলম, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি লেকচারার মুহাম্মাদ শহিদ উল্যাহ। আরো উপস্থিত ছিলেন, মাকছুদুর রহমান , জাহিদুল ইসলাম ও ছওয়াবের প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ আল জুবায়ের, ফটোগ্রাফার হৃদয় আহম্মেদ পাপ্পুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments