লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
লাকসামের ঐতিহ্যবাহী লাকসাম প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় লাকসাম প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক আল শারাহসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা। সভায় সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট বদিউল আলম সুজন এবং সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ লাকসামের সাংবাদিকদের বৃহত্তর ঐক্যের স্বার্থে প্রয়োজনে নিজেদের পদত্যাগের ব্যাপারে প্রস্তুত থাকার ঘোষণা দেন, যা সভায় উপস্থিত সদস্যদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
সভায় সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে সদস্যদের মতামতের ভিত্তিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে অগ্রাধিকার দেওয়ার নীতিগত সিদ্ধান্ত বিশেষভাবে উল্লেখযোগ্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক শাহ নুরুল আলম, দপ্তর সম্পাদক চন্দন সাহা, অর্থ সম্পাদক হামিদুল ইসলাম, সহ অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জি.এম.এস রুবেল, ক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন এবং সদস্য জিল্লুর রহমান, আনোয়ারুল আজীম, মো. নাজমুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, দেলোয়ার হোসেন মনির, দেলোয়ার হোসেন, মিন্টুসহ অন্যান্য সদস্যগণ।
সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংবাদিকতার মানোন্নয়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


