ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ সময় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে বাকি ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
কুমিল্লা জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান এই সিদ্ধান্ত জানান।
বৈধ প্রার্থীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড: ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দীকি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. আবুল কালাম, ইসলামী আন্দোলনের সেলিম মাহমুদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত মো. মিজানুর রহমান চৌধুরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মীর মো. আবু বকর সিদ্দিক।
অপরদিকে, ১% ভোটারের তথ্য ভুল ও অসম্পূর্ণ হলফনামার কারণে নিম্নলিখিত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে:
স্বতন্ত্র প্রার্থী ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (বিএনপির প্রার্থী মো. আবুল কালামের ছেলে), সামিরা আজিম দোলা (প্রয়াত সংসদ সদস্য কর্নেল আজিমের কন্যা), বিএনপি নেতা রশিদ আহমেদ হোসাইনী, লাকসাম পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ মফিজুর রহমান, মো. আবুল কাশেম, খেলাফত মজলিসের মো. আব্দুল হক আমিনী, খেলাফত মজলিসের মো. মাহবুবুর রহমান, জাতীয় পার্টির মো. গোলাম মোস্তফা কামাল।
এই আসন থেকে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, যার মধ্যে ১৩ জন মনোনয়নপত্র জমা দেন। তবে গণঅধিকার পরিষদের আব্দুল্লাহ হাসান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী ও মো. নাছির উদ্দিন মজুমদারসহ ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা হয়নি।


