স্টাফ রিপোর্টার ॥
বরিশাল সদর উপজেলায় চরকাউয়া ইউনিয়নে অবস্থিত ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সনদকৃত স্বনির্ভর খাল’ এর প্রবেশ মুখে আওয়ামী লীগের “মদদ পৃষ্ঠ নান্নু কাজীর” ভবন অপ্রসারণের দাবিতে লিখিত আবেদন করেছেন স্থানীয় ও এলাকাবাসী। সোমবার (১৯ জানুয়ারি) বরিশাল জেলা প্রশাসক বরাবর এ আবেদন করা হয়।
লিখিত আবেদনে উল্লেখ রয়েছে, চরকাউয়া ইউনিয়নের শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সনদকৃত স্বনির্ভর খালের মাঝ খানে স্থানীয় বাসিন্দা নান্নু কাজী আ.লীগ শাসনামলে অর্থাৎ ৮ বছর পূর্বে প্ল্যান বহির্ভূতভাবে এক তলা ভবন নির্মাণ করেন। পেশায় নান্নু চরকাউয়া ইউনিয়নে কাজী হিসেবে দায়িত্বে রয়েছে। অবৈধভাবে ভবন নির্মাণের কারণে খালের পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পর্যায়ক্রমে ভরাট হয়ে যায়।
যে কারণে এলাকার কৃষকরা পানির অভাবে ফসল ফলাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। অনেকেই প্রায় কৃষি চাষাবাদ বন্ধ করে দিয়েছে। বর্তমানে খালটি দীর্ঘ ৪৬ বছর পর আবার যখন কাজ সম্পন্ন চলমান হয়েছে। কিন্তু ভবনটি ভেঙে ফেলার পানির প্রবাহ স্বাভাবিক করার জন্য জরুরি প্রয়োজন।
জানা গেছে, খালের মধ্যে ভবন নির্মাণের সময় স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার একাধিকবার বাধা দিলেও নান্নু আ.লীগের ক্ষমতাবলে একতরফাভাবে পেশিশক্তি ব্যবহার করে ভবন নির্মাণ কার্যক্রম সম্পন্ন করেছিলেন।
বিষয়টি সম্পর্কে জানতে অভিযুক্ত নান্নু কাজীর ব্যবহৃত নাম্বারে মঙ্গলবার বিকেল পৌনে ৪টা থেকে ৫টা পর্যন্ত একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়।


