Wednesday, January 28, 2026
Google search engine
Homeসারাদেশলাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা উদ্যাপিত

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা উদ্যাপিত

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম:
কুমিল্লার লাকসামে প্রতিবছরের ন্যায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হল রুমে শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যার দেবী সরস্বতী পূজা শান্তিপূর্ন ভাবে উদ্যাপিত করা হয়।

সরেজমিনে ঘুরে জানা যায়, সকাল থেকে বানী অর্চনার শূরুতে বিদ্যালয়ে সকল শ্রেণির শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ সাদা ও লালপাইরের শাড়ি পড়ে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়। সনাতন শিক্ষার্থীদের আলাপ করে জানা যায়, আমরা বিদ্যারদেবী সরস্বতী মায়ের পরণে পুষ্পঞ্জলি অর্পণ করেছি। মা যেন আমাদের সকলকে বিদ্যায় ভুষিত করেন এবং সুশিক্ষিত হয়ে এ দেশকে সেবা দিতে পারি।

এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার ভৌমিক, সহকারী প্রধান শিক্ষক রসরাজ দাস, সিনিয়র শিক্ষক দিপ্তী রানী সরকার, চম্পা সাহা সহ বিদ্যালয়ে সনাতন শিক্ষার্থী বৃন্দ।

বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার ভৌমিক জানান, প্রতিবছরের ন্যায় এবারও আমার বিদ্যালয়ে সনাতন সকল শিক্ষার্থী সরস্বতী পূজা উদযাপন করেছেন। শান্তিপূর্ন ভাবে পূজাটি সম্পন্ন হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments