Tuesday, January 27, 2026
Google search engine
Homeরাজনীতিনির্বাচন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে : তারেক রহমান

নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে : তারেক রহমান

অনলাইন ডেক্স:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে অভিযোগ করে  এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীতে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

তারেক রহমান বলেছেন, ‘একটি গোষ্ঠী আবারো ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এ ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। ১২ তারিখে ইনশাআল্লাহ, এখানে যারা মুসলমান ভাই আছেন আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব স্ব নির্বাচনী এলাকায় স্ব স্ব ভোটকেন্দ্রে গিয়ে কেন্দ্রের সামনে ফজরের জামাত আদায় করবেন।’

‘যারা অন্য ধর্মের ভাই-বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন যাতে করে সকাল সকাল সবাই ভোটকেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে। যাতে ভোট দিতে পারেন আপনারা, সঠিকভাবে ভোট দিতে পারেন। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না। ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে আনতে হবে। পারবেন? কী ভাই-বোনেরা পারবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ,’ বলেন তিনি।

বিএনপি ক্ষমতায় গেলে হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন বন্ধের ব্যবস্থা নেয়া হবে বলে জানান তারেক রহমান। তিনি বলেন, ‘ব্লক বাঁধের মাধ্যমে এ এলাকার সৌন্দর্য ফুটিয়ে তোলা হবে।’

তারেক রহমান বলেন, ‌‘আমি আপনাদের সমস্যাগুলো লিখে রাখলাম। ক্ষমতায় গেলে টেকসই বেড়িবাঁধসহ নদীভাঙন রোধের ব্যবস্থা করা হবে। আপনারা ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করুন।’

তিনি বলেন, ‘ভোটের পরে আমি আপনাদের দেখতে আসবো। তখন একসাথে বসে কথা বলবো। বিএনপি জনগণের দল। আর এ দল ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষমতার মালিক হবে দেশের জনগণ।’

মা-বোনদের উদ্দেশ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আপনারা দেশের উন্নয়নের গর্বিত অংশীদার। আমরা আপনাদের সুবিধার্থে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ সুযোগ-সুবিধার ব্যবস্থা করবো।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments