ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় তাদের আঞ্চলিক পরিস্থিতি ও দু’দেশের সম্পর্ক নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। ফোনালাপে দু’দেশের নেতারা পরস্পরের মতামত বিনিময় করে এবং জোর দিয়ে বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে আলোচনাসহ কূটনৈতিক সংলাপ চালিয়ে যাওয়া অপরিহার্য।
কথোপকথনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান ও ইরানের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনে ভর করে গড়ে ওঠা ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার জন্য নিয়মিত উচ্চস্তরের যোগাযোগ ও পরামর্শ চালিয়ে যাওয়ার গুরুত্ব আছে।
এছাড়া দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত ক্ষেত্রেই সহযোগিতা বৃদ্ধি করতে এবং স্থাপিত দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে আরো ঘনিষ্ঠ ঊর্ধ্বতন পর্যায়ের সংলাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেন।


