Thursday, January 23, 2025
Google search engine
Homeজাতীয়লাকসামে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের উপকরণ বিতরণ

লাকসামে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের উপকরণ বিতরণ

কুমিল্লার লাকসামে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ৯০ জন কৃষক- কৃষাণীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন লাকসাম উপজেলা কৃষি অফিসার মোঃ আল- আমিন।

বিতরণ অনুষ্ঠানে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাত হোসেন, এসপিপিও আলী আহমদ, উপ-সহকারী কৃষি অফিসার মিজানুর রহমান ও নাজিম উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় গণমাধ্যমকর্মী মো: দেলোয়ার হোসেন অনুষ্ঠানে অংশ নেন।

উপকরণ হিসেবে কৃষক- কৃষাণীদের উন্নত জাতের আমের চারাগাছ, বাতাবি লেবু ও পেয়ারার চারাগাছ, তিন মৌসুমের সবজির ২০ প্রকার বীজ, জৈব সার, বীজ সংরক্ষণের পাত্র, পানি দেওয়ার ঝাঝরি এবং বাগানের জন্য নেট বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার মোঃ আল- আমিন জানান, এই উদ্যোগের লক্ষ্য হলো অনাবাদি পতিত জমি এবং বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টিকর ফল ও সবজি উৎপাদনের মাধ্যমে স্থানীয় কৃষকদের পুষ্টি ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন নিশ্চিত করা। পারিবারিক পুষ্টি বাগান স্হাপন প্রকল্পের আওতায় উপজেলার ৬টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৯০ জন কৃষক- কৃষাণীর মধ্যে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments