Wednesday, January 22, 2025
Google search engine
Homeনির্বাচিত সংবাদসাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি  করেছেন আদালত। রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তার বিরুদ্ধে। এই মামলা শুধু সাকিবের একার বিরুদ্ধে করা হয়নি। তিনি ছাড়াও এই মামলায় আরও দুই জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সাকিবসহ চার জন– গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগমের বিরুদ্ধে সমন জারি করেন গত ১৮ ডিসেম্বর। এ আদেশ দিয়েছিলেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত। 

সাকিবসহ এই চার আসামির মামলাটি করা হয় গেল ১৫ ডিসেম্বর। এই মামলার নথি থেকে জানা যায়, তাদের বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক প্রতারণার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ৪ জনকে ১৮ জানুয়ারি শনিবাদ আদালতে হাজির হতে বলা হয়।

সাকিবসহ মামলার ৪ আসামিকে এর মাধ্যমে আদালতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়েছিল। যা অমান্য করলে গ্রেফতারি পরোয়ানা জারি হবে, এমন সম্ভাবনা আগেই ব্যক্ত করে রেখেছিলেন আদালত। সে মোতাবেক আজ রোববার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments