২৪ শে জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
মনোহরগঞ্জ আগমন এবং অনুষ্ঠিতব্য জনসভা সফল করার লক্ষ্যে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে লিফলেট বিতরণ করেছেন
জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রদপ্রার্থী লাকসাম পৌর আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী।
গতকাল শনিবার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোহরগঞ্জ
বাসস্ট্যান্ড ও বিভিন্ন যানবাহনসহ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করার মাধ্যমে কেন্দ্রীয় নায়েবে আমীরের জনসভা সফল করতে সকলের প্রতি আহবান জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ নুরুন্নবী, সেক্রেটারি মাষ্টার ফয়েজুর হমান, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি নজরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সহ- সেক্রেটারি সাইফুল বারী, মনোহরগঞ্জ উপজেলা যুববিভাগের সভাপতি মহি উদ্দিনসহ প্রমুখ
প্রসঙ্গত, ২৪ শে জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের আগমন উপলক্ষে মনোহরগঞ্জ
স্কুল এন্ড কলেজ মাঠে জনসভার আয়োজন করা হয়েছে।