Wednesday, January 22, 2025
Google search engine
Homeজাতীয়আমার এলাকা মানুষের জন্য অনেক স্বপ্ন রয়েছে: দুলাল চৌধুরী 

আমার এলাকা মানুষের জন্য অনেক স্বপ্ন রয়েছে: দুলাল চৌধুরী 

এখন কাজের সময় এসেছে, এটা আমার জন্মভূমি। সুতরাং আমার এলাকার মানুষের জীবন-মান উন্নয়নের জন্য মাষ্টার প্লান আছে। পর্যায়ক্রমে সকল প্লান বাস্তবায়ন করে দেখাবো। আপনারা জানেন, প্রবাসে থেকেও ২০১২ সাল থেকে আমার এলাকা নালিতাবাড়ী-নকলা (শেরপুর-২ আসন)’র নেতা-কর্মীদের নিয়ে কাজ করে আসতেছি। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অন্যায় অত্যাচারের জন্য এলাকায় আসতে পারিনাই। অনেকবার দেশে এসেও আবার ঢাকা থেকেই প্রবাসে ফেরত যেতে হয়েছে।

এদের অত্যাচারে ইচ্ছা থাকার পরও অনেক সময় এলাকার মানুষের জন্য কাজ করতে পারিনাই। রবিবার (১৯ জানুয়ারি) বিকালে নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণায় এসব কথা বলেন, নালিতাবাড়ী-নকলার বিএনপির অভিভাবক দুলাল চৌধুরী। এসময় মরিচপুরান ও রূপনারায়নকুড়া ইউনিয়নে বিভিন্ন বাজারে ৩১ দফার লিফলেট জনসাধারণের হাতে হাতে তুলে দেন।

বিএনপির ৩১ দফার প্রচারণায় নালিতাবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন, নালিতাবাড়ি শহর বিএনপির যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, রুপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, কলসপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক তাপস আহমেদ, নয়াবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, নন্নী ইউনিয়ন বিএনপির সভাপতি রহুল আমিন।

আরো উপস্থিত ছিলেন, মরিচপুরান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদ হোসেন, কাকরকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজর আলী দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল সহ কাকরকান্দি ইউনিয়ন বিএনপির নেতা-কর্মী এবং বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়নের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments