বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ সংস্কারের ৯০ শতাংশই করেছে বিএনপি। ইতোমধ্যে ৩১ দফার সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে সংস্কারের বিষয়ে স্পষ্ট করা আছে, এ ব্যাপারে বিএনপির কারো কাছ থেকে সেবা নেওয়া লাগবে না। নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারই টেকসই হবে না। সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট লাগবে। যারা জনগণের ম্যান্ডেট পাবেন, তারাই সংস্কার প্রস্তাব সংসদে উপস্থাপন করবেন। তারা সংসদে বিল পাশ করবেন।
তিনি বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া সংস্কার জনগণ ছুড়ে ফেলে দেবে। তাই নির্বাচিত সরকারের মাধ্যমেই সংস্কার করতে হবে। সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনায় নিয়ে নির্বাচিত সরকার সংস্কার করবে। এটাই তো গণতন্ত্র
অন্তবর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘স্বৈরাচার সরকারের বাজেট ছুড়ে ফেলে দিন। তারা লুটপাট, দুর্নীতির বাজেট দিয়েছিল। সেই বাজেট কেন ছুড়ে ফেলে দিলেন না? পাঁচ মাস হয়ে গেল, আপনারা কেন অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করছেন না? লুটপাটের বাজেট বাস্তবায়নে জনগণের ওপর বর্ধিত শুল্ক আরোপ করা ঠিক হয়নি। এতে দারিদ্র্য বাড়বে। সংকট আরও বাড়বে’।
মঙ্গলবার যশোর চেম্বার অব কমার্স আয়োজিত খুলনা বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আমির খসরু।
যশোর শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান।
এতে বক্তব্য রাখেন- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর চেম্বার অব কর্মাসের প্রতিনিধিরা। তারা নিজ নিজ জেলার ব্যবসা-বাণিজ্যের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।