কুমিল্লার লাকসাম শহরের প্রানকেন্দ্র অবস্থিত আল – আমিন ইনস্টিটিউটের বার্ষীক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ২১ জানুয়ারি -২০২৫ স্কুল ক্যামপাসে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী সমাজ কল্যান পরিষদ লাকসামেের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. আবদুল মুবিন এর সভাপতিত্বে এবং স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবু জাফর মজুমদারের স্বাগত বক্তব্য এর মধ্যদিয়ে আয়োজিত বার্ষীক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন – বিশিষ্ট রাজনীতিবিদ ও ইসলামি সমাজ কল্যান পরিষদ লাকসাম সহ – সভাপতি ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দীন সিদ্দিকী, ইসলামী সমাজ কল্যান পরিষদের লাকসামের সেক্রেটারি ও কুমিল্লা জজকোর্টের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন , বিশিষ্ট রাজনীতিবিদ ও ইসলামী সমাজ কল্যান পরিষদের সদস্য এটিএম সিরাজুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভার আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম, লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান মানিক, স্কুলের প্রতিষ্ঠাতা কালিন সাবেক প্রধান শিক্ষক মাওলানা আলী আশ্রাফ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য এইছ,এম নাজমুল হাসান নোমান প্রমুখ।
প্রধান অতিথর হাত থেকে স্কুল শিক্ষার্থী নাফিসা নোমান নাবাসহ শিক্ষার্থীবৃন্দ পুরস্কার গ্রহন করেন।