Wednesday, January 22, 2025
Google search engine
Homeপ্রবাসজুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি নিয়ে প্যারিসে চিত্র প্রদর্শনী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি নিয়ে প্যারিসে চিত্র প্রদর্শনী

প্রবাসীদের জন্য ‘জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ’ শীর্ষক প্রদর্শনী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে অবারভিলাস্থ এক অভিজাত হলে এ প্রদর্শনী উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

এদিন বিকাল ৫টা থেকে অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীতে রক্তাক্ত জুলাই এর চিত্রকর্ম, রণাঙ্গনের যোদ্ধাদের তৈরি গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রদর্শনীর পাশাপাশি ছিল আলোচনা অনুষ্ঠান।

নবকণ্ঠের চীফ রিপোর্টার নয়ন মামুনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রেস সচিব ফয়েজ এ আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের স্মৃতিকথা প্রবাসীদের কাছে তুলে ধরার এ ধরণের প্রয়াস প্রবাসের মাটিতে প্রথম উদাহরণ হিসেবে অন্য দেশের প্রবাসী কমিউনিটিকে প্রেরণা যোগাবে।

এসময় বক্তব্য দেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক মিল্টন সরকার, বিএনপি নেতা মনোয়ার হোসেন মুজাহিদ, হেলাল আহমদ, কাওছার আহমদ। সেখানে জুলাই অভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

নিউজ পোর্টাল নবকণ্ঠ ডট কমের নির্বাহী সম্পাদক আবু তাহির বলেন, এটি ছিল নবকণ্ঠের পক্ষ থেকে প্রবাসীদের সামনে জুলাই অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরার একটি উদ্যোগ। এমন উদ্যোগ সব মহলের নেওয়া উচিৎ উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন কেউ একা করেনি, সবার অংশগ্রহণ ছিল, তাই এসব উদ্যোগ একে অপরের জন্য প্রেরণা হওয়া সময়ের দাবি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments