Wednesday, January 22, 2025
Google search engine
Homeসাহিত্যতোমার জন্য জন্মাবধি

তোমার জন্য জন্মাবধি

এক জন্ম  ধরে অপেক্ষা করে আছি 

তোমায় একবার দেখবো বলে

তোমার হাতের নরম স্পর্শ, তোমার মুখে অস্ফুট আমার নাম 

শব্দের উচ্চারণ

বড় বেশি চাইছি 

একটি বার। 

তোমার কাঁধ অবধি নেমে আসা চুল 

বেশি কিছু চেয়ে করেছি কি ভুল?

আমার এক জনম অপেক্ষার কাছে এসব চাওয়া কি সত্যি খুব বেশি?

 তোমার চুলের ছোঁয়া আঙুলে মাখবো বলে আমি স্পর্শ করিনি কোন কাশফুল।

তোমায় শুনবো বলে শুনিনি কোন কবিতার উজল পংক্তিমালা। 

তোমার কোমল ছোঁয়ার কাছে ম্লান

যেন তুলোর নীরবতা। 

অতঃপর ছন্দে ছন্দে একে চলি তোমার মুখশ্রী, তোমার অবয়ব

তুমি আমার 

কী সহজ করে নিয়েছি এ মহার্ঘ সত্য!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments