Friday, December 5, 2025
Google search engine
Homeরাজনীতিনরসিংদীতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

নরসিংদীতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষে হয়। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। রোববার (২৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিট থেকে বাঁশগাড়ি ইউনিয়নে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে টেঁটা ও বন্দুক যুদ্ধে একজন নিহত হন। আওয়ামী লীগ সমর্থিত জাকির হাসান রাতুল ও নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের সঙ্গে বিরোধ চলে আসছিল।

নরসিংদী সদর হাসপাতালের (আরএমও) ডা. মাহমুদুল কবীর বাসার বলেন, আলমগীর নামে একজনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে আনা হয়েছে। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, বাঁশগাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামে লোকজনের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা  বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জাকির হাসান রাতুল সমর্থিত দুইজন ও আশরাফুল ইসলামের একজন নিহত হন। দু’পক্ষ বাঁশগাড়িতে ঝগড়া শেষে এখন আবার মির্জাচরের দিকে যাচ্ছে এমনটা জানতে পেরেছি।

তবে আরও দুজন নিহতের ব্যাপারে হাসপাতাল ও থানা থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments