Tuesday, February 18, 2025
Google search engine
Homeতথ্য ও প্রযুক্তিলাকসাম উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লার লাকসাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদের সাথে সোমবার (২৭ জানুয়ারি) লাকসাম প্রেসক্লাব সাংবাদিকদের পরিচয় ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় ও পরিচয় পর্বের শুরুতে ইউএনও কাউসার হামিদকে সাংবাদিকরা শুভেচ্ছা জানান।

পরে ইউএনও’র কার্যালয়ে লাকসাম প্রেসক্লাবের আহবায়ক মনির আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- আহবায়ক কমিটির সদস্য সচিব ফারুক আল শারাহ্, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, তোফায়েল আহমেদসহ অন্যান্যরা

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম, মিজানুর রশিদ, এমএসআই জসিম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরাসহ প্রেসক্লাবের সকল সদস্যরা।

এ সময় ইউএনও তার বক্তব্যে বলেন, সকলের সহযোগীতা নিয়ে দুর্নীতিমুক্ত, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধসহ উপজেলার অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে এগিয়ে নেওয়া যাবে বলে মন্তব্য করেন। সেই সাথে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে বলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments