Monday, February 17, 2025
Google search engine
Homeরাজধানীলাকসামে আবাসিক হোটেল (হোটেল ড্রিম) থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

লাকসামে আবাসিক হোটেল (হোটেল ড্রিম) থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বাইপাসে অবস্থিত হোটেল ড্রিম (আবাসিক) থেকে আলতাফ হোসেন (৩৭) নামে এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায় ২৬ জানুয়ারী (রবিবার) লাকসাম বাজারস্থ বাইপাস হোটেল ড্রীম (আবাসিক) এ জনৈক মুহাম্মদ আলতাফ হোসেন, এনআইডি নং- ২৮২১৮৮৪৫৪৭, পিতা- মোঃ নুরজামান, মাতা- জাহানারা বেগম, সাং- দহশালা শাকচর (মন্তাজ মিয়া পাটওয়ারী বাড়ি), পোঃ- জে.এম হাট, থানা- লক্ষীপুর সদর, জেলা- লক্ষীপুর রাত্রী যাপনের জন্য উঠেন।

অদ্য ২৭ জানুয়ারী (মঙ্গলবার) সকাল ০৯:০০ ঘটিকার সময় হোটেল কর্মচারী, নিহত মুহাম্মদ আলতাফ হোসেন এর রুম পরিষ্কার করার জন্য রুমের দরজায় গিয়ে ডাকাডাকি করিয়া কোন সাড়াশব্দ না পাইয়া জানালার ফাঁক দিয়ে তাকাইয়া দেখে মুহাম্মদ আলতাফ হোসেন রুমের সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। তাৎক্ষনিক থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থালে উপস্থিত হয়ে লাশ উদ্ধারের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করেন এবং মৃত মুহাম্মদ আলতাফ হোসেন এর নিকট আত্মীয় স্বজনকে সংবাদ প্রদান করেন।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, আমরা জানতে পেরেছি তিনি প্রগতি ইনস্যুরেন্সে চাকরি করতেন, লাশ উদ্ধারের পর আমরা তার পরিবারকে জানিয়েছি। তার পরিবার আসছে। আমরা এখনও জানি না তিনি এখানে কীভাবে এলেন এবং কীভাবে তার মৃত্যু হয়েছে। তবে সিআইডিসহ বিভিন্ন টিমের তদন্ত চলমান আছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিস্তারিত জেনে আপনাদের জানাতে পারবো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments