তারুণ্য উৎসব-২০২৫ উপলক্ষে কুমিল্লার লাকসাম নবাব ফয়জুন্নেচ্ছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ে তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী তারুণ্য মেলায় শিক্ষার্থীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।
নবাব ফয়জুন্নেচ্ছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ে তারুণ্য মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে। মেলার উদ্বোধন করেন লাকসান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।
এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দীন, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মিজানুর রহমান সেলিম, প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন হেলাল, শিক্ষাবিদ গোলাম ফারুক, অ্যাড. নিজাম উদ্দিন, জামিলুর রহমান সোহেল, প্রকৌশলী মাইনুল হক মজুমদার মিঠু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিনহাজসহ অভিভাবকবৃন্দ।
তারুণ্য মেলায় শিক্ষার্থীদের হাতে তৈরিকৃত হরেক রকমের সুস্বাদু পিঠা, মিষ্টান্নভান্ডার, নকশিকাঁথা ও হাতের কাজের বিভিন্ন সামগ্রী শোভা পায়। অতিথিরা তারুণ্য মেলায় স্টল পরিদর্শন করে পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভায় সন্তোষ প্রকাশ করেন।