ভারতের কংগ্রেস দলনেতা ও সংসদ সদস্য রাহুল গান্ধী দিল্লির দূষণ নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কড়া সমালোচনা করেছেন। যমুনার দূষিত পানি নিয়ে আম আদমি পার্টি প্রধানকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, ‘যমুনার পানি পান করুন, তারপর হাসপাতালে দেখা হবে’। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সমালোচনা করেন। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ ব্যর্থ হয়েছে। অন্যদিকে ভারতের তুলনায় যেকোনো বিষয়ে চীন অন্তত ১০ বছর এগিয়ে আছে।
সোমবার লোকসভায় প্রেসিডেন্টের ভাষণের ওপর আলোচনায় মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারের সমালোচনা করে তিনি এসব কথা বলেন।
প্রেসিডেন্টের ভাষণ প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, আমি প্রেসিডেন্টের ভাষণ পুরোটাই শুনেছি। গত কয়েক বছর ধরে তিনি একই কথা ঘুরিয়ে-ফিরিয়ে বলে চলেছেন। আমরা এই করেছি, সেই করেছি, হেন করেছি।
তিনি বলেন, ‘যেকোনো দেশ চলে উৎপাদন ও খরচের ওপর ভর করে। অথচ এদেশে রিলায়েন্স, আদানি, টাটা, মাহিন্দ্রা কোম্পানির উত্তরোত্তর উন্নতি ঘটলেও দেশের কোনো উন্নয়ন হয়নি। আসলে আমরা দেশের উৎপাদন ক্ষমতা বাড়াতে ব্যর্থ হয়েছি। যার সুফল নিয়েছে চীন। আমরা চীনা ফোন ব্যবহার করি, বাংলাদেশি জামা পরি, যার সব লাভের অর্থ নিয়ে যাচ্ছে চীন। আমাদের তুলনায় যে কোনো বিষয়ে চীন অন্তত ১০ বছর এগিয়ে’।
রাহুল গান্ধী এ সময় দিল্লির মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘অরবিন্দ কেজরিওয়াল কথা দিয়েছিলেন, নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়বেন, দুর্নীতি দূর করবেন। ৫ বছরের মধ্যে যমুনা নদী পরিষ্কার সেখানে ডুব দেবেন। কিন্তু যমুনা এখনো দূষিত। আমি বলছি, কেজরিওয়াল যমুনা নদী থেকে এক ঢোঁক পানি পান করুন। তারপরেই হাসপাতালে দেখা হবে’। সূত্র: হিন্দুস্তান টাইমস