যথাযোগ্য মর্যাদায় লাকসামে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে লাকসাম উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে লাকসাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেন করেন-উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, কৃষি কর্মকর্তা আল আমিন এবং যুব উন্নয়ন কর্মকর্তাসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তাগণ।
উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর একেক করে শ্রদ্ধা নিবেদন করেন, লাকসাম উপজেলা পরিষদ, লাকসাম পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিস্ট্রি অফিস, লাকসাম থানা, লাকসাম রেলওয়ে থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (কর্ণেল অব. এম আনোয়ারুল আজিম অনুসারী) লাকসাম প্রেসক্লাব, আনসার ভিডিপি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, লাকসাম মডেল কলেজ, লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জাতীয়তাবাদী শ্রমিকদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রভাতফেরি নিয়ে লাকসাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (মো. আবুল কালাম অনুসারী), যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ, বিএন হাইস্কুল, লাকসাম গার্লস মডেল উচ্চ বিদ্যালয়, আল আমিন ইনস্টিটিউট, রোবার স্কাউট, বিএনসিসি, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি), বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুলসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ অন্যান্য পেশাজীবী সংগঠন।
এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ওইদিন বিনা টিকেটে সকলের জন্য লাকসাম নওয়াব ফয়জুন্নেছা জাদুঘর পরিদর্শন উম্মক্ত করে দেয়া হয় এবং ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কাউছার হামিদ।
এছাড়াও লাকসামের সকল সরকারি বেসরকারি প্রাথমিক ও হাইস্কুলে প্রভাত ফেরি, পুস্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মসজিদ ও স্বস্ব ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া-প্রাথর্না করা হয়েছে।