প্রতিনিধি তারুণ্যের উৎসব উপলক্ষে লাকসামে সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে গরীব মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে আউশপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। আউশপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশনের উপ প্রচার সম্পাদক ফয়সাল আলম শাকিলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, সমাজসেবা অফিসার উপন্যাস চন্দ্র দাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দীন, সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা এইচ এম জুনায়েদ, মু আমান উল্লাহ, এম.এ মান্নান, ডা: মোজাকের হোসেন, সমাজ সেবক দেলোয়ার হোসাইনসহ শিক্ষক ও এলাকার গন্যমান ব্যক্তিবর্গ।