Monday, March 10, 2025
Google search engine
Homeজাতীয়দুর্নীতি, দুর্বৃত্তায়নমুক্ত অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ গড়তে হবে:  ড. বদিউল আলম মজুমদার

দুর্নীতি, দুর্বৃত্তায়নমুক্ত অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ গড়তে হবে:  ড. বদিউল আলম মজুমদার

অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, এ দেশটা আমাদের সবার। এদেশকে এগিয়ে নিতে হবে। সকলে মিলে দুর্নীতি, দুর্বৃত্তায়নমুক্ত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হিসেবে এ দেশটাকে গড়তে হবে।

সহিংসতা, স্বেচ্ছাচারিতা রোধে গণতন্ত্র ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রত্যেক নাগরিক যেন অবাধে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেজন‍্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী কুমিল্লার লাকসাম উপজেলার খিলা গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. বদিউল আলম মজুমদার বলেন, আগামী দিনে দেশ পরিচালনা এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য তোমরা প্রস্তুত হও।তোমরা শিক্ষার্থীরাই এদেশকে আলোর পথে এগিয়ে নিয়ে যাবে।

ওইদিন শিক্ষাপ্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষক এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান এবং আন্ত: পিকনিক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি চাই তোমরা ভালো মানুষ হিসেবে তৈরি হয়ে আগামী দিনে দেশের কান্ডারী হবে। তোমাদেরকে দৃঢ়ভাবে প্রস্তুতি নিতে হবে। আগামী দিনে তোমরা শিক্ষার্থীরাই হবে এ দেশের প্রকৃত ধারক-বাহক।

তিনি আরো বলেন, আমি এক সময় লাকসাম নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজে কর্মরত ছিলাম। এ লাকসামে আমার অনেক স্মৃতি রয়েছে। আমি আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে অনেক ভালো লাগছে।

অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও খিলা গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ড. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন।

গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রনজিৎ চন্দ্র দাশের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments