স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লার লাকসামে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে বর্নাঢ্য র্যালী পরবর্তী পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল জাহান রিদান, সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

এছাড়াও উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদেও দিবসটি উদযাপিত হয়েছে। ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লাকসাম প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আরিফুর রহমান স্বপন, ইউনিয়ন বিএনপির সভাপতি আজহারুল হক খোকা, ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক রবিউল হোসেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান, বিজনেস ফোরামের সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেন, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহ আলম, জামায়াতের ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড মেম্বার মাজেদা বেগম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি বেলাল হোসেন, ফাহিম মুনতাসির প্রমূখ।