কুমিল্লার লাকসাম উপজেলার পূর্ব আউশপাড়া যুব সমাজের উদ্যোগে “রমজান ফুড প্যাক” ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের পৃর্ব আউশপাড়া গ্রামে ২৫টি পরিবারের হাতে “রমজান ফুড প্যাক” ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।
এলাকার যুব সমাজ ও প্রবাসী যুবকদের অনুদানের মাধ্যমে প্রতি বছর রমজান উপলক্ষে সংগঠনটি “রমজান ফুড প্যাক” ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম করে থাকে।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক পোস্ট মাষ্টার মো. হাসিম উদ্দিন, মাওলানা ওবায়েদুর রহমান, মু. আমান উল্লাহ, মু. নেয়ামত উল্লাহ, রুহুল আমিন প্রমুখ।