Monday, March 10, 2025
Google search engine
Homeআন্তর্জাতিকআল-আকসায় তারাবিহ আদায়

আল-আকসায় তারাবিহ আদায়

আল-আকসা মসজিদে তারাবির নামাজ আদায় করেছেন হাজারও ফিলিস্তিনি। ইসরাইলি বাহিনীর কঠোর বিধিনিষেধ এবং কড়াকড়ি ব্যবস্থার মধ্যেও শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের প্রথম তারাবি আদায় করেছেন তারা। আলজাজিরা।

সাফা নিউজ এজেন্সির বেশকিছু ফুটেজে দেখা গেছে, ইসরাইলি বাহিনী শিশুদের হয়রানি করছে এবং ভয় দেখাচ্ছে, তল্লাশি চালাচ্ছে এবং মুসল্লিদের নামাজের জন্য মসজিদে প্রবেশে বাধা দিচ্ছে।

৫৫ বছরের কম বয়সি পুরুষ এবং ৫০ বছরের কম বয়সি নারীদের মসজিদে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। এর আগে অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদের চারপাথে অতিরিক্ত বিধি-নিষেধ আরোপ করে ইসরাইল। 

রমজানের শুরুতেই এই বিধিনিষেধ জারি করা হয়। পবিত্র রমজান মাসে যেন ফিলিস্তিনিরা সেখানে প্রবেশ করতে না পারে সেজন্যই এই বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

৫৫ বছরের বেশি বয়সি পুরুষ এবং ৫০ বছরের বেশি বয়সি নারীরাই আল-আকসা মসজিদে প্রবেশের অনুমতি পাবেন। তবে সাম্প্রতিক সময়ে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিরা রমজানের সময় আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments