স্বাস্থ্য পুনর্বীকরণ ও পুনরুজ্জীবিত করার লক্ষ্যে উত্তরা ডক্টরস ক্লাবের উদ্যোগে ও পূর্ব বাতাবাড়িয়া ফাউন্ডেশনের আয়োজনে কুমিল্লার মনোহরগঞ্জে স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
উত্তরা ডক্টরস ক্লাবের প্রথম স্বাস্থ্য অভিযান কর্মসূচির আওতায় ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা পূর্ব বাতাবাড়িয়ায় ওই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উত্তরা ডক্টরস ক্লাবের সমন্বয়ক ডা. এ এস এম শাহারিয়ার আহমেদ জানান- ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৯ টা থেকে দিনব্যাপী কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা পূর্ব বাতাবাড়িয়ায় আমাদের প্রথম স্বাস্থ্য অভিযান কর্মসূচি-২০২৫ ঘোষণা করেছি। আমাদের এ কর্মসূচিতে বাংলাদেশে প্রথমবার ৬০ টিরও বেশি ডাক্তার (অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপকসহ কনসালটেন্ট) এবং সকল বিভাগের ডাক্তারগণ দুই হাজারেরও বেশি দরিদ্র লোককে স্বাস্থ্যসেবা প্রদান করবেন। আমরা কার্ডিয়াক মনিটরিং সহায়তা, ইসিজি, ব্লাড গ্রুপিং এবং ব্লাড সুগার চেক করার পাশাপাশি রোগীদের মধ্যে ওষুধ সরবরাহ করছি। পর্যায়ক্রমে সারা বাংলাদেশে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে। আমরা আশা করি আমাদের এ কর্মসূচিতে স্বাস্থ্য পুনর্বীকরণ ও পুনরুজ্জীবিত করার লক্ষ্যে জনসাধারণের আগ্রহ তৈরি করবে। ফলে দেশে স্বাস্থ্য ঝুঁকি হ্রাস পাবে।
মেডিকেল ক্যাম্পে নিউরো মেডিসিন, গাইনি, ডেন্টাল, চর্মরোগ, শিশু, ইউরোলজি, মেডিসিন, গ্যাস্ট্রোলিভার, মনোরোগ, অর্থোপেডিক, নাক কান গলা, সার্জারি, পেইন মেডিসিনসহ বিভিন্ন বিভাগে ৬০ জন চিকিৎসক সকাল থেকে দুই শহস্রাধিক রোগী দেখেন।