Sunday, March 9, 2025
Google search engine
Homeখেলাধুলামুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, মহারণে যাদের নিয়ে লড়বে দুদল

মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, মহারণে যাদের নিয়ে লড়বে দুদল

মহারণের আগে রোহিত শর্মা ইঙ্গিত দিয়ে রেখেছেন, দল স্পিন নির্ভর হবে। বিষয়টি মাথায় রেখেই এগোচ্ছেন স্টিভ স্মিথ। দুবাইয়ের লড়াই মূলত স্পিন বনাম ব্যাটিংয়ে ঠেকেছে।

তারকা পেসারদের হারিয়ে ধুঁকতে থাকা অস্ট্রেলিয়াকে টানছে ব্যাটিং, ফাইনালে ওঠার মঞ্চে ভারত ভরসা রাখছে স্পিনারদের ওপর।

তবে গুরুত্বপূর্ণ লড়াইয়ে রোহিতদের দলে পরিবর্তন নাও আসতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা একাদশ নিয়েই নামতে পারে ভারত। অস্ট্রেলিয়া আনতে পারে কয়েকটি পরিবর্তন।

আজ বিকাল ৩ টায় শুরু হওয়া ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে নেই ম্যাথু শর্ট। চোটের কারণে ছিটকে গেছেন।

তার পরিবর্তে ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে করবেন জেক ফ্রেজার ম্যাকগার্ক। স্পিনিং উইকেটের কথা মাথা রেখে একাদশে বাড়তি একজন স্পিনারও খেলাতে পারে অজিরা। সেক্ষেত্রে এডাম জাম্পার সঙ্গী হতে পারেন কুপার কানোলি।

ভারত হয়ত অপরিবর্তিত একাদশ নিয়ে লড়বে। হার্ষিত রানাকে সম্ভবত বাইরেই বসতে হবে। চার স্পিনার খেলিয়ে দুবাইয়ের মন্থর পিচের ফায়দা তুলতে চাইবে টিম ইন্ডিয়া।

মোহাম্মদ শামিকে বসিয়ে আর্শদ্বীপ সিংকেও নামাতে পারে ভারত। তবে ওপরের দিকে পরিবর্তন আসছে না।

হাইব্রিড মডেলে হওয়া আসরে সবচেয়ে বেশি সুবিধা নিচ্ছে ভারত। চেনা মাঠের সুবিধা কাজে লাগাতে মরিয়া রোহিত ব্রিগেড। ভারত যেমন অ্যাডভান্টেজে এগিয়ে। অস্ট্রেলিয়া তেমনি ব্যাটিংয়ে। তবে বোলিং বিভাগের চেনা অস্ত্রকে ছাড়াই সেমিতে উঠেছে অজিরা। আজ গত ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পুনর্মঞ্চায়ন। দুবাইয়ের মাটিতে এ যেন ব্যাটিং বনাম স্পিনের লড়াই।

স্মিথ অকপটে সেই কথাটিই বললেন, ‘শুধু বরুণ নয়, আমার মনে হয় ওদের বাকি স্পিনাররাও মানসম্পন্ন। আমার মনে হয় ম্যাচটা আমরা হারবো নাকি জিতবো, সেটা নির্ভর করবে ওদের স্পিন কীভাবে খেলবো। বিশেষ করে মাঝের ওভারগুলোতে। আমরা এখানে যেভাবে এসেছি, তাতে এটা অবশ্যই চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’

ধারেভারে এই টুর্নামেন্টে এগিয়ে থাকা ভারত তবুও অজিদের সমীহ করছে। রোহিত শর্মার তাই ধীরস্থীর লড়াইয়ের পরিকল্পনা, ‘বছরের পর বছর ধরে অস্ট্রেলিয়া দারুণ দল। আমরা পাল্টা লড়াই করার চেষ্টা করব। পাশাপাশি মাঠে আমাদের স্নায়ুর লড়াইও করতে হবে বলে মনে হচ্ছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments