জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায় পৃথক অভিজান চালিয়ে ৪ টি ইটভাটাকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের বেলআমলা, কুজিশহর ও খয়েরদাড়া এলাকায় অনুমোদনহীন ৩ টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
মেসার্স বসুন্ধরা ব্রিকস, মেসার্স এইচ এম বি ব্রিকস ও মেসার্স জেড এম বি ব্রিকস নামক এই ৩ টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৮(১)ধারা অনুযায়ী ৩টি ইটভাটাকে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেসার্স বসুন্ধরা ব্রিকস, মেসার্স এইচ এম বি ব্রিকস ও মেসার্স জেড এম বি ব্রিকস এই তিনটি ইটভাটার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই। সেখানে অভিযান চালিয়ে ওই তিন ইটভাটার মালিকদের দুই লাখ টাকা জরিমানা করা হয়। ইটভাটার মালিকরা জরিমানার অর্থ পরিশোধ করেন।
অপরদিকে পাঁচবিবির রাধানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫(১)(ক) ধারা অনুযায়ী মেসার্স নিপ্র ব্রিক্স কে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাঁচবিবির ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: বেলায়েত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন।