Thursday, December 12, 2024
Google search engine
Homeরাজনীতিময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামীলীগের সম্মেলনঃ সর্বত্র সাজ সাজ রব

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামীলীগের সম্মেলনঃ সর্বত্র সাজ সাজ রব

টানা ৬ বছর পর ৩ ডিসেম্বর ২০২২ইং(শনিবার) ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। অনুষ্ঠিত এই সম্মেলন উপলক্ষ্যে গেল নভেম্বর মাসের শুরু থেকে ময়মনসিংহ নগরী জেলার সকল উপজেলা সদর,হাট-বাজার গঞ্জ সহ সর্বত্র সর্বস্তরের সাজ সাজ রবে পড়ে গেছে। জেলা ও মহানগর কমিটির প্রধান প্রধান নেতা নির্বাচনে তৃণমূল নেতা- কর্মীগণ স্ব স্ব পছন্দের প্রার্থীর রং- বেরঙ্গের নানা সাইজের পোস্টার ব্যানার ফ্যাস্টুনে ছেয়ে দিয়েছে জেলা ও নগরীর সর্বত্র।সড়কে সড়কে গড়ে তোলা অসংখ্য প্রচারণার তোরণগওলো সৌন্দর্য্য আরো বাড়িয়ে দিয়েছে। ময়মনসিংহ নগর সহ সারা জেলা যেন নানা অলংকারে পরিপূর্ণ সজ্জিত।সম্মেলনকে উপলক্ষ করে দলের নেতাকর্মীদের মনের মাঝেও চলছে আনন্দ- উদ্দীপনা-চঞ্চলতা। ৩ ডিসেম্বর(শনিবার) জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি।প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান। সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম এমপি, শফিউল ইসলাম নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পলি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি,সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, হাফেজ রুহুল আমীন মাদানী এমপি,বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিম আহমেদ এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, মি. জুয়েল আরেং এমপি, কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, মনিরা সুলতানা মনি এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ ইকরামুল হক টিটু, স্বাগত বক্তব্য রাখবেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা।সঞ্চালনায় থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments