Sunday, March 9, 2025
Google search engine
Homeরাজধানীলাকসামে যৌথ বাহিনীর অভিযানে আবাসিক হোটেল থেকে ১৫ জুয়াড়ি গ্রেপ্তার

লাকসামে যৌথ বাহিনীর অভিযানে আবাসিক হোটেল থেকে ১৫ জুয়াড়ি গ্রেপ্তার

কুমিল্লার লাকসামে যৌথ বাহিনীর অভিযানে একটি আবাসিক হোটেল থেকে ১৫ জুয়াড়িকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে লাকসাম পৌরসভা রোডের আবাসিক হোটেল সুপার থেকে ওই জুয়াড়িদের আটক করে সেনাবাহিনী ও পুলিশ।

পুলিশ জানায়, লাকসাম দৌলতগঞ্জ বাজারের নোয়াখালী রেলগেইট সংলগ্ন পৌরসভা রোডের হোটেল সুপার নামক একটি আবাসিক হোটেলে জুয়ার আসর বসার গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল পুলিশের সহায়তায় বৃহস্পতিবার রাতে ওই আবাসিক হোটেলে যৌথ অভিযান পরিচালনা করেন। ওই সময় নগদ ৮৩ হাজার ২৭০ টাকাসহ ১৫ জুয়াড়িকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফতেপুর গ্রামের মৃত আলী আশরাফের ছেলে মো. জসিম উদ্দিন (৫৮), একই ওয়ার্ডের গাজীমুড়া গ্রামের মৃত হাছান আলীর ছেলে মো. সাইফুল (৩৮), মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. লাতু মিয়া (৬৫), সামছুল হকের ছেলে এরশাদ হোসেন (৪৭), মুজাফ্ফর আলীর ছেলে বিল্লাল হোসেন (৩৬), মৃত আজগর আলীর ছেলে মো. সোহেল (৩৪), মৃত শফিকুর রহমানের ছেলে মো. আশিকুর রহমান (২৪), মৃত অহিদুর রহমানের ছেলে জহির উদ্দিন (২৮), একই ওয়ার্ডের ধামৈচা গ্রামের মৃত আলী মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (৪৮), ১ নম্বর ওয়ার্ডের মিশ্রী গ্রামের নন্দলাল সাহার ছেলে অর্জুন সাহা (৪৬), ৫ নম্বর ওয়ার্ডের রাজঘাট বেপারী পাড়া মীর আলী সওদাগর বাড়ির দিদার হোসেনের ছেলে মো. জসিম উদ্দিন (৩৭), লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লক্ষীপুর পূর্ব পাড়ার মৃত আলী মিয়ার ছেলে জাকির হোসেন (৪৮), উপজেলার আজগরা ইউনিয়নের ঘাটার নোয়াগাঁও মেম্বার বাড়ির আমির আলীর ছেলে মফিজুর রহমান (৬০), একই ইউনিয়নের দামবাহার গ্রামের মৃত যৌবন আলীর ছেলে মো. আব্দুর রাজ্জাক (৫৪) এবং নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা (সফি হাজী বাড়ির মো. শেখ আহাম্মদের ছেলে মো. আব্দুল কুদ্দুস (৪৪)।

লাকসাম থানার সাব ইন্সপেক্টর (এসআই) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন- ধৃত ব‍্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ‍্যমে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments