Tuesday, December 3, 2024
Google search engine
Homeসারাদেশকসবায় ১ মণ ১৩ কেজি গাঁজাসহ আটক ৩

কসবায় ১ মণ ১৩ কেজি গাঁজাসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১মণ ১৩ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ। আজ শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে কসবা থানা থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের কসবা- সৈয়দাবাদ সড়কের পূর্ব পাশের রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে ওয়াহিদুন নবী (২৬), ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর এলাকার মো: বুকুল ঢালীর ছেলে মুন্ন ঢালী (২৪), কসবা উপজেলার লেশিয়ারা গ্রামের ইদন মিয়ার ছেলে সো: রাসেল (২৫)।কসবার থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল বিনাউটি ইউনিয়নের কসবা- সৈয়দাবাদ সড়কের পূর্ব পাশের রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কসবায় থানায় মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments