কুমিল্লার লাকসাম উপজেলা প্রশাসনের বাজার মনিটরিংকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ ব্যবসায়ীকে অর্থদন্ড করেছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ।
শনিবার বিকেলে উপজেলার মুদাফরগঞ্জ বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং করা হয়। এসময় ৪ জন ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয় এবং অপর এক ব্যবসায়ী মিজান এন্ড ব্রাদার্সের মালিক মো. রাশেদকে বিধি বহির্ভূতভাবে চাষি চিনিগুড়া চালের প্যাকেটে খোলা পোলাও’র চাল প্রক্রিয়াজাত করে বিক্রির অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় অন্যান্য ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত দাম না নিতে সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ যায়যায়দিনকে জানান- শনিবার বিকেলে রমজান উপলক্ষে বাজার মনিটরিংকালে লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজারে মিজান এন্ড ব্রাদার্সের মালিক মো. রাশেদের দোকানের ভিতর চাষী চিনিগুড়া চালের খালি প্যাকেট ও প্যাকেজিং করার ইলেকট্রনিক মেশিনসহ খোলা পোলাও’র চাল পাওয়া যায় এবং এসব ব্যবহার করে অবৈধভাবে চাষী চিনিগুড়া চালের নকল প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রি করেন তিনি। জিজ্ঞাসাবাদে তিনি ওই চাষী চিনিগুড়া চালের ব্যান্ড নকল করে প্রক্রিয়াজাত করার কথা স্বীকার করেন। ওই অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও তার দোকানে খোলা খেজুর প্যাকেজিং করার উপকরণও পাওয়া যায় এবং তিনি তার দোকানে ওই খেজুরও অবৈধভাবে প্রক্রিয়াজাত করে বিক্রি করেন। এসময় বাজার মালিক সমিতির সেক্রেটারি আবুল কাশেম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম ও বাজারের অন্যান্য ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। এতে লাকসাম থানার পুলিশ সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ আরও বলেন- অভিযুক্তকে সতর্ক করে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন কাজ হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন, সঠিক ওজন ও অতিরিক্ত দাম না নিতে ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে।