৯ মার্চ – ২০২৫ লাকসাম দৌলতগঞ্জ বাজার কাপড় ও গামেন্টস সমিতির ইফতার মাহফিল শহরের একটি চাইনিজ রেস্তোরাঁ ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম দৌলতগঞ্জ বাজার কাপড় ও গামেন্টস সমিতির সভাপতি মুহাম্মদ গোলাম ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মনজুরুল আলম বাচ্চুর পরিচালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – লাকসাম বণিক সমিতির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কুমিল্লা জজকোর্টের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল্লাহ্ আল মাহমুদ খসরু, মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, মুহাম্মদ শাহআলম, শাহরিয়ার কবির রাতুল, তন্ময় ইসলাম, সাবেক কমিশনার মুহাম্মদ ইসমাইল হেসেন, মুহাম্মদ আবদুল কুদ্দুস, মহিব উল্লাহ্ শাহিন, কাপড় ও গামেন্টস সমিতির সাবেক সভাপতি অহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা বিল্লাল হোসেন মালেকী।