Monday, March 10, 2025
Google search engine
Homeরাজনীতিগণপরিষদ নির্বাচন ভিত্তিহীন, বিএনপি মানবে না: টুকু

গণপরিষদ নির্বাচন ভিত্তিহীন, বিএনপি মানবে না: টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জাতীয় নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচনের দাবি অযৌক্তিক ও ভিত্তিহীন। এই দাবি বিএনপি মানবে না।

তিনি বলেন, দেশে একটি সংবিধান বিদ্যমান থাকার পর গণপরিষদ নির্বাচনের প্রয়োজন নেই। এসব করা হচ্ছে শুধুমাত্র নির্বাচনকে বিলম্বিত করার জন্য।

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রোববার নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

ইফতার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় জাতীয় নির্বাচনের সাথে গণপরিষদ নির্বাচন ইস্যুতে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, গণপরিষদের প্রয়োজন আছে কি? বাংলাদেশে একটি সংবিধান আছে, সেই সংবিধান তো বাতিল করা হয়নি। সুতরাং একটি সংবিধান বিদ্যমান থাকার পরও গণপরিষদ নির্বাচনের কোন প্রয়োজন নেই। এই দাবি ভিত্তিহীন ও অযৌক্তিক। নির্বাচন করতে হবে পার্লামেন্ট নির্বাচন, পার্লামেন্ট গঠনের পর যে সংবিধান আছে তা সংস্কারের জন্য বিএনপির যে ৩১ দফা দেওয়া আছে তা বাস্তবায়ন করতে চাইলে সংবিধান সংশোধন করা হবে; কিন্তু এখন এসব দাবি তুলে নির্বাচনকে পেছানোর চেষ্টা চলছে। এগুলো আমরা মেনে নেব না।

এ সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ড. ইউনূসের মতো এক বিশ্ববরেণ্য মানুষ এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন, তাই মানুষের তার কাছে প্রত্যাশা অনেক বেশি ছিল। কিন্তু এখন মানুষ দেখছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের কোনো নিয়ন্ত্রণ হয়নি, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, নারী নিরাপত্তাহীনতায় ভুগছে, কে কি পোশাক পরবে না পরবে সেটা বলা হচ্ছে, এই সব বলে একটি ঘোলা পানির পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেখানে জাতির কোনো কল্যাণ হবে না। কল্যাণ হবে পতিত দলের।

তিনি বলেন, বর্তমান অবস্থা থেকে পরিত্রাণের জন্য একটি জাতীয় নির্বাচন করে সংবিধানে যা যা সংশোধন প্রয়োজন তা করতে হবে, বিএনপি তো মানা করছে না। আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি। সুতরাং নির্বাচন যত বিলম্বিত হবে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments