Wednesday, March 12, 2025
Google search engine
Homeরাজধানীনীতি-নৈতিকতা জ্ঞান সম্পূর্ণ মানুষ তৈরি হলেই সমৃদ্ধ দেশ গঠন করা সম্ভব -সাইদুল...

নীতি-নৈতিকতা জ্ঞান সম্পূর্ণ মানুষ তৈরি হলেই সমৃদ্ধ দেশ গঠন করা সম্ভব -সাইদুল ইসলাম

কিশোর কন্ঠ পড়বো, জীবন টাকে গড়বো’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কুমিল্লা দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত কিশোরকন্ঠ ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা-২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০ টায় লাকসাম গ্রীন ক্যাসেল রেস্তোরাঁ মিলনায়তনে এ আয়োজন করা হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা কিশোরকন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান মহিউদ্দিন রনির সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা সাইদুল ইসলাম।

এ সময় তিনি তাঁর বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন-মেধাবীদের প্রতি দেশ জাতির অনেক প্রত্যাশা রয়েছে। তোমরা নিজেদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে জাতির সফলতার প্রত্যাশা ফুটিয়ে তুলতে হবে।’

তিনি আরো বলেন, আমরা একদল দেশপ্রেমিক সাহসী মানুষ চাই, যারা শুধু নিজেদের ব্যক্তি জীবনেই সীমাবদ্ধ থাকবে না। বরং বঞ্চিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করবে। মেধাবীদের উদ্দেশ্যে তিনি বলেন,শুধু পাঠ্যপুস্তক নিয়েই লেখাপড়া করলে চলবে না। নিজেদেরকে চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে। নীতি-নৈতিকতা জ্ঞান সম্পন্ন মানুষ তৈরি হলেই সমৃদ্ধ স্বদেশ গঠন সম্ভব। তবেই মিলবে দুনিয়ায় প্রশান্তি ও পরকালীন মুক্তি।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মোটিভেশনাল স্পিকার এড. আল – মামুন রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন , বিশিষ্ট শিক্ষাবিদ ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

এসময় উপস্থিত ছিলেন :-
কুমিল্লা দক্ষিণ জেলা কিশোরকন্ঠ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন, দক্ষিণ জেলা কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উপদেষ্টা মাও. সহিদুল্লাহ, অর্থ সম্পাদক ইব্রাহিম খলিল আজাদ, সাহিত্য সম্পাদক জাফর ইকবাল, গাজিমুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হান্নান, আল- আমিন ইন্সটিটিউটের প্রধান শিক্ষক আবু জাফর মজুমদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, এবার কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় কুমিল্লা দক্ষিণ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৪ হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে সর্বমোট ২৭০ জনকে বৃত্তি দেয়া হয়। যার মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৭০ জন, সাধারণ গ্রেডে ২০০জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থবৃত্তি,সার্টিফিকেট, বৃত্তি ক্রেস্ট, বই ও শিক্ষা সামগ্রি তুলে দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments