সদ্য ঘোষিত লাকসাম উপজেলা ও পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটিকে প্রত্যাখান জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের পদ-বঞ্চিত একাংশের নেতাকর্মীরা।
গতকাল সোমবার (১০ মার্চ) কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের দলীয় প্যাডে লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করে।
এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জাতীয়তাবাদী ছাত্রদল লাকসাম উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব ও পৌরসভা ছাত্রদলের নেতা শাহেদ চৌধুরী নেতৃত্বে বিশাল একটি মিছিল উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে লাকসাম বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ধান বাজার মোড়ে প্রতিবাদ সমাবেশ করে পদ-বঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে ছাত্রদলের একাংশ নেতাকর্মীরা বলেন – সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটিতে বিগত আন্দোলন সংগ্রামে মাঠের কর্মীদের মূল্যায়ন করা হয়নি।
বিএনপির কতিপয় কিছু নেতা টাকার বিনিময় পকেট কমিটি দিয়েছে।
পদ বঞ্চিত নেতাকর্মীরা দাবী করেন ঘোষিত কমিটিতে ছাত্র লীগের পদ- পদবি বহন করে এমন লোকদেরকে কমিটিতে স্থান দিয়েছে যাহা দেখে শহীদ জিয়ার হাতে গড়া সংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা হতাশ।
আগামি ৩ দিনের ভিতরে কমিটি বাতিল করে ত্যাগি কর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি ঘোষণা করার আহবান জানান কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ কাছে।
পদ – বঞ্চিতদের বিক্ষোভ মিছিলে ছাত্রদলের শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।