বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভ্রাতৃপ্রতিম সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেস ম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) উদ্যোগে ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আইবিডব্লিউএফ কুমিল্লা দক্ষিণ জেলা উপদেষ্টা ও কুমিল্লা-৯ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।
আইবিডব্লিউএফ লাকসাম পৌরসভা শাখার সভাপতি নূরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ডাক্তার আব্দুল মুবিন, আইবিডব্লিউএফ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মোঃ ইছরাইল মজুমদার, আইবিডব্লিউএফ উপদেষ্টা ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, আইবিডব্লিউএফ উপদেষ্টা ও পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহীদ উল্লাহ, জামায়াত নেতা আবুল হাশেম, মাষ্টার একেএম শাহ আলম। আল আরাফাহ ইসলামী ব্যাংক লাকসাম শাখার ব্যাবস্থাপক ইসমাইল হোসেন, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপক মনির আহমেদ। ইফতার মাহফিলে আইবিডব্লিউএফ লাকসাম পৌরসভা শাখার নির্বাহী সদস্য মহিন উদ্দিনের পরিচালনায়
আইবিডব্লিউএফ পৌরসভা সেক্রেটারি মাসুম বিল্লাহ মজুমদার, ইসলামী ছাত্রশিবির লাকসাম পৌরসভা সভাপতি নাজমুল ইসলামসহ লাকসাম বাজারের তিন শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন।