জাতীয়তাবাদী ছাত্রদল লাকসাম উপজেলা, পৌরসভা ও নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নব-গঠিত আহবায়ক কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে লাকসাম শহরে মঙ্গলবার বিকেলে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
লাকসাম উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহবায়ক জহির উদ্দিন সবুজ, পৌরসভা ছাত্রদলের আহবায়ক মো. মহিন উদ্দিন মহিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাখাওয়াত হোসেন, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মো. নেওয়াজ শরিফ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রেজাউল করিম, ওমর ফারুক, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তারেক আজিজ, যুগ্ন আহবায়ক নাছিম আহমেদ, নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মো. নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক ইব্রাহিম খলিল ইমনের নেতৃত্বে আনন্দ মিছিল লাকসাম উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে বের হয়ে দৌলতগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
আনন্দ মিছিল বিপুল সংখ্যক নেতাকর্মীদের ঢল নামে।
এ সময় নবগঠিত ছাত্রদলের নেতৃবৃন্দ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
লাকসামে ছাত্রদলের পদ বঞ্চিতদের বিক্ষোভ মিছিলঃ

এদিকে সদ্য ঘোষিত লাকসাম উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটিকে প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের পদ বঞ্চিত একাংশের নেতাকর্মীরা।
গত সোমবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দলীয় প্যাডে লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রদলের আহবায়ক কমিটির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জাতীয়তাবাদী ছাত্রদল লাকসাম উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব ও পৌরসভা ছাত্রদল নেতা শাহেদ চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে লাকসাম বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ধান বাজার মোড়ে প্রতিবাদ সভা করে পদ বঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায় ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা বলেন- সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটিতে বিগত আন্দোলন সংগ্রামে তৃণমূলের কর্মীদের মূল্যায়ন করা হয়নি। বিএনপির কতিপয় কিছু নেতা টাকার বিনিময়ে পকেট কমিটি দিয়েছে।
পদ বঞ্চিত নেতাকর্মীরা দাবী করেন ঘোষিত কমিটিতে ছাত্র লীগের পদ পদবি বহন করে এমন লোকদেরকে কমিটিতে স্থান দিয়েছে, যাদেখে শহীদ জিয়ার হাতে গড়া সংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা হতাশ।
আগামি ৩ দিনের মধ্যে সদ্য ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি ঘোষণার আহবান জানান কেন্দ্রীয় কমিটি ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ কাছে।