অবৈধভাবে যায়যায়দিনের প্রধান কার্যালয় দখল ও ক্ষুদ্র অজুহাতে ডিক্লারেশন বাতিল করার প্রতিবাদে কুমিল্লার লাকসামে সাংবাদিক ও পেশাজীবীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিকেলে পৌর সদরের লাকসাম প্রেস ক্লাবের সামনের প্রধান সড়কে লাকসাম প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধনে লাকসামে কর্মরত সাংবাদিক, মানবাধিকার কর্মী, সমাজকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লাকসাম প্রেস ক্লাবের উপদেষ্টা ও দৈনিক আজকের জীবন পত্রিকার প্রকাশক ও সম্পাদক সফিকুর রহমান সফিক, লাকসাম প্রেস ক্লাবের আহবায়ক মনির আহমেদ, যুগ্ম আহবায়ক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার লাকসাম প্রতিনিধি আরিফুর রহমান স্বপন, সদস্য সচিব ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার লাকসাম প্রতিনিধি ফারুক আল শারাহ, মনোহরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানব জমিন পত্রিকার মনোহরগঞ্জ প্রতিনিধি ও বিজয় টেলিভিশন কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির মানিক, লাকসাম প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও দৈনিক নয়া দিগন্ত লাকসাম প্রতিনিধি মিজানুর রশিদ, লাকসাম প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার লাকসাম প্রতিনিধি মোজাম্মেল হক আলম, লাকসাম সাংবাদিক ইউনিয়ন নেতা ও দৈনিক আলোকিত বাংলাদেশ লাকসাম প্রতিনিধি আবদুর রহিম, দ্য প্রেজেন্ট টাইমস পত্রিকার লাকসাম প্রতিনিধি সেলিম চৌধুরী হীরা, দৈনিক ভোরের কলাম লাকসাম প্রতিনিধি জাফর আহমেদ, সাপ্তাহিক সময়ের দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার আনোয়ারুল আজিম, মানবাধিকার কর্মী দেলোয়ার হোসেন মনির, সমাজক্ষর্মী জহিরুল ইসলাম, যায়যায়দিন পাঠক ইমতিয়াজ শাকিব প্রমূখ।
মানববন্ধনে দেশের স্বনামধন্য পত্রিকা দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন অবৈধভাবে বাতিলের প্রতিবাদ জানিয়ে এবং অতিদ্রুত সময়ের মধ্যে দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরিয়ে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান উপস্থিত গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।