Monday, March 17, 2025
Google search engine
Homeরাজধানীঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ ছাত্র ফোরামের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ ছাত্র ফোরামের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ ছাত্র ফোরামের সম্মানিত সভাপতি মো. রাশেদুল আলম (পিএইচডি গবেষক) এর সভাপতিত্বে ১৫ রমজান রবিবার, রাজধানীর পল্টনে অবস্থিত সবুজছায়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ ছাত্র ফোরামের সম্মানিত প্রধান উপদেষ্টা ও বাজাই এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মো. আব্দুর রব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর কেন্দ্রীয় প্লানিং এণ্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. নাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা ও সাপ্তাহিক সোনার বাংলার প্রকাশক এটিএম সিরাজুল হক, ছাত্র ফোরামের উপদেষ্টা ও ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ ফোরামের সম্মানিত সভাপতি অধ্যাপক রেজাউল করিম, ছাত্র ফোরামের উপদেষ্টা, মনোহরগঞ্জ উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ল্যান্ড বাংলার ম্যানেজিং ডিরেক্টর মো. হামিদুর রহমান সোহাগ, ফোরামের সাবেক সভাপতি ও আল-আবরার হজ্জ কাফেলার সত্ত্বাধিকারী মাওলানা আব্দুর রব ফারুকী, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুজতবা রিজা আহমেদ, প্রফেসর ড. জহিরুল ইসলাম, পল্টন যুব কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি সর্দার আব্দুল কাদের, উপদেষ্টা মাহমুদুর রহমান, জহিরুল ইসলাম, হাবিবুর রহমান মজুমদার, আহসান উল্লাহ নিজামী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচন সংস্কার কমিশনের সদস্য সাদিক আল-আরমান, মুস্তাফিজুর রহমান শামিম, নজরুল ইসলাম, সেলিম মাহমুদ সোহেল, এড. মাছুম বিল্লাহ, আবু সাইদ সামীম, ওমর ফারুক, এমদাদ হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আবু বকর অন্তু, লাকসাম শহর সভাপতি নাজমুল হোসেন, নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ সভাপতি ইয়াকুব হোসাইন রিফাত, বিশিষ্ট ব্যাবসায়ী মুরাদ হোসেন, শাহাদাৎ হোসেন ও আলমগীর হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুর রব বলেন, বিশ্বনবী মুহাম্মদ (সা.) হিজরতের পর সবসময় নিজ গৃহ মক্কায় ফেরার জন্য আকূল হয়ে থাকতেন এবং মক্কা বিজয়ের মাধ্যমে তিনি তা সম্পন্ন করেন। তেমনি ঢাকায় অবস্থানরত লাকসাম-মনোহরগঞ্জের শিক্ষার্থীদেরও নিজ এলাকা এ মাতৃভূমি সংরক্ষণ ও গঠনে অনন্য ভূমিকা পালন করতে হবে। তৈরি হতে হবে যোগ্য, সৎ, দক্ষ, মেধাবী হিসেবে, হাল ধরতে হবে এ সমাজ ও দেশের।

সভাপতির বক্তব্যে মো. রাশেদুল আলম বলেন, ঢাকায় অবস্থানরত লাকসাম-মনোহরগঞ্জের শিক্ষার্থীদের নানাবিধ সমস্যার সমাধান, কল্যাণসাধন ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করাই এই ফোরামের উদ্দ্যেশ্যে। এ জন্য তিনি স্কলারশিপ ফাণ্ড গঠন, মেধা বৃত্তি প্রদান এবং মেধাবীদেরকে সংবর্ধনা প্রদানের উদ্যোগ ঘোষণা করেন।

প্রধান বক্তার বক্তব্যে মো. নাহিদ হোসেন বলেন, ঢাকায় অবস্থানরত লাকসাম-মনোহরগঞ্জের শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন অন্যান্য ভূমিকা পালন করছে। ছাত্রদের নানাবিধ সমস্যা সমাধানে ও জাহিলিয়াতের মোকাবেলায় এ ফোরামকে আরও সুসংগঠিত করা দরকার।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ফোরাম সেক্রেটারি মো. হাবিবুর রহমান খাঁন এবং ছল্ল ফোরামের নির্বাহী সদস্য মাহবুব আলম।

আরও উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থানরত লাকসাম-মনোহরগঞ্জের বুয়েট, ঢাবি, জবি, জাবি, বিভিন্ন মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments