গতকাল ১৮ মার্চ লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মার্কেট ব্যবসায়ী সমিতির নব- গঠিত ব্যবসায়ী সমিতির পরিচিত সভা ও ইফতার মাহফিল স্কুল মিলায়াতনে অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মার্কেট ব্যবসায়ী সমিতির নব- নির্বাচিত সভাপতি জাফর ইকবাল বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লাকসাম বণিক সমিতির আহবায়ক আলহাজ্ব মজির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – লাকসাম উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবদুর রহমান বাদল, লাকসাম সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধাম শিক্ষক এবিএম এনায়েত উল্লাহ, সাবেক প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) আবুল কাশেম, প্রবীন সাংবাদিক সেলিম লালু, সাবেক ছাত্রনেতা ফখরুজ্জামান পাটোয়ারী, জহিরুল ইসলাম মাসুম প্রমুখ।
অনুষ্ঠানের প্রথম পর্বে লাকসাম সরকারি পাইলট হাইস্কুল ব্যবসায়ী সমিতির নব- নির্বাচিত সদস্যদের পরিচয় পর্ব ও সকল সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।
ইফতার মাহফিলে ব্যবসায়ীসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।