Friday, December 5, 2025
Google search engine
Homeরাজনীতিলাকসামে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

লাকসামে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লার লাকসামে পশ্চিমগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) আল আমিন ইনস্টিটিউট মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম বলেন, তাকওয়া বিহীন সমাজে আছিয়াদের মত কন্যা শিশুরা ধর্ষিতা হতেই থাকবে। তাকওয়া বিহীন সমাজে বিশৃংখলা, অন্যায়-জুলুম মাথাচাড়া দিয়ে ওঠে। যেখানে তাকওয়া নেই, মানুষ মুত্তাকী হতে পারেনি; সে সমাজটাই হচ্ছে ক্রাইমের সমাজ, পাপাচারের সমাজ, লুটপাটের সমাজ, খুন, গুম, অন্যায়, জুলুমের সমাজ।

তিনি আরো বলেন আজকে গোটা দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বাদ দিয়ে নিজেদের মনগড়া তন্ত্র-মন্ত্র দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নতুন নতুন বিপর্যয় তৈরি করেছে। মানুষকে অমানুষ করেছে, সমাজকে জরাজীর্ণ করেছে, মানুষের শান্তি বিনষ্ট করেছে। তাকওয়া হচ্ছে আল্লাহর সকল হুকুম পালন করা। আল্লাহর আদেশ এবং নিষেধ দুটাই পালন করা হচ্ছে তাকওয়া।

এটিএম মাছুম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৃতীয় কর্মসূচি হচ্ছে সমাজ সেবা ও সমাজ সংস্কার। এর আলোকে লাকসামে সমাজ কল্যাণ পরিষদসহ গোটা বাংলাদেশে শিক্ষাদীক্ষায় মানুষের কল্যাণের মধ্য দিয়ে দ্বীনের দাওয়াতের মজবুতির জন্য জামায়াত কর্মসূচি হাতে নিয়েছে। জ্ঞানের দৈন্যতা ও কুশিক্ষা দূর করতে সমাজ কল্যাণ পরিষদের মত প্রতিষ্ঠানসহ দেশের আনাচে-কানাচে বহু স্কুল-কলেজ-মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে।

পশ্চিমগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি, ডাঃ আব্দুল মুবিনের সভাপতিত্বে ও সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, সেক্রেটারি জোবায়ের ফয়সাল, আল আমিন ইনস্টিটিউটের সাবেক প্রধান শিক্ষক মাওলানা আলী আশরাফ, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, পশ্চিমগাঁও সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক মুসা, দেওয়ান মাহবুব-ই-ছোবহানী খোকন, আল আমিন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু জাফর মজুমদার।

এ সময় পশ্চিমগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকাল থেকে জড়িত ব্যক্তিবর্গসহ এলাকার অর্ধশতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ৫নং ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments